
কায়া ছিলো
ছায়া ছিলো-জীবনের ঘনিষ্ট সহচর।
ছায়া নিয়ে সংশয় ছিলো
ছায়া বোধ মরা ঘুমে হেঁটে ছিলো জীবনের পথে।
কায়া বোধ নিদারুন কষ্টে
রাত দিন জেগে জেগে ঘুমে ছিলো
চিনচিন ব্যথা হয়ে বুকে।
দিনে দিনে ছায়া আর কায়া মিলে শ্রান্ত ছবি হলো
তখন যে ভাবো তুমি কায়া থেকে ছায়া বড় হলো কি?
হলে বুঝি ভাল হতো, তা কি আর হয় সবে-
যে জীবনে আলো কম অন্ধকার ছিলো বেশি
সে জীবনে ছায়া কায়া একাকার হয়ে রবে,
দোষ কার? কেন নিজে জীবনের অভিশাপ
নেও ডেকে
কেন শেষে বলো হায়! সাধে গড়া জীবনটা
ছায়া-কায়া মিলেমিশে করে দিলো একাকার।