
ফুলের মতো ফুটি আমি
সুবাস হয়ে ছুটি আমি
সুরে সুরে, উড়ে উড়ে
পাখির মতো গাই—
মুক্ত আমি—মুগ্ধ আমি
অসীমে হারাই—
মেঘের সঙ্গে অনেক দূরে
হাওয়ার সঙ্গে ঘুরে ঘুরে
পাহাড়—সাগর—নীল আকাশে যাই
চাঁদ জোসনা— রোদের আলো
দু চোখে ভরে পাই—
ছোট্র আমি সরল আমার
তুলনা যে নাই
এই বুকে রয় প্রতিজ্ঞা তাই
স্বপ্নটা কুড়াই,
মনে আশা—মুখে ভাষা
সবার জন্য ভালোবাসা—
মানুষ যে সব্বাই
ধর্ম—বর্ণ নাই ভেদাভেদ
মিলেমিশে ভাই
থাকি সর্বদাই