অনুশীলন

ইচ্ছা ঘুড়ি

ইচ্ছার প্রান্তে—দিগন্ত আকাশ আর খোলা মাঠ
চোখেতে দৃঢ়তা ঐ নীল আকাশে উড়বার…..
তখন, নষ্ট বাতাসেরা থম ধরেছিল
রোদ্দুর ত্রাস-খোলা মাঠকে করে দগ্ধ
হতাশার পাহাড় গড়েছিল, আকাশ মেঘে ঢেকে
নিকষ আঁধারেতে আমায় ডেকে ছিল।
তবু বয়স ছিল তো আমার পতিত হওয়ার নয়
ঠিক সূর্যকে স্পর্শ করার, কারণ
আমার ইচ্ছা ঘুড়িটা ঠিক ছিল যে সুস্থ তখন।

উপলব্ধি : ইচ্ছাশক্তির-বল জীবনের গতি-প্রকৃতি অনেকখানি নির্ধারণ করে ।
Exit mobile version