
আমার যদি থাকতো ডানা
উড়তাম খুব উড়তাম,
পাখির সাথে পাল্লা দিয়ে
মেঘের সাথে ঘুরতাম।
আবার ধরো হতাম যদি
মেঘের মতো কেউ,
আদর করে দোল খাওয়াতো
মিষ্টি হাওয়ার ঢেউ।
ঢেউ জাগানো সবচেয়ে বেশি
সাগর হতাম যদি,
বন্ধু হয়ে আমার সাথে
মিলতো এসে নদী।
হওয়া আমার হয়না কিছুই
বন্দী থাকি ঘরে,
মেঘ পাখি আর সাগর হবার
ইচ্ছে শুধু করে।
তাই তো আমি বইয়ের ভেতর
এমন বিশ্ব গড়ি
খুব মমতায় ভালোবাসায়
বইটা যদি পড়ি।