পাহাড় আছে সাগর আছে
আছে সুন্দরবন
হাওড় বাওড় নদী আছে
আছে মুক্ত মন
ধানভরা মাঠ আছে
আছে কাব্যগাথা
রং ছড়ানো নিসর্গ আর
স্নিগ্ধ লতাপাতা
মাছ আছে পাখি আছে
আছে বাউল কবি
বসন্ত আর বর্ষা আছে
আছে শরৎছবি
যাত্রা জারি সারি আছে
আছে রাখালিয়া
কাওয়ালি ও মুর্শিদি আর
আছে ভাওয়াইয়া
ঈদ আছে পূজো আছে
আছে বড়দিন
মাঘের চাঁদে পূণ্যি আছে
আছে বেদের বীণ
এমন ভরা দেশটি আমার
স্বপ্নসোনার ভূমি
ধন্য আমি পূনঃ পূনঃ
এই মাটিকে চুমি।