
এক ফোঁটা জল খসে পড়ে টুপ করে
হৃদয়ের গহীনে হলে তোলপার ।
অপ্রিয় ও প্রিয় মানুষ কেউ বোঝে না
বোঝে সবাই নিজের কথা কেবল ।
অপরজনের বুকে ব্যথা কী
কষ্টের পিছে আছে গল্প কী
সে গল্পে আমার দায় আছে কী
কেউ কি ভাবি তা?
খসে পড়া জল শুকে যায়
স্ব-হৃদয়ের তোলপার থেমে যায়
নিরব হয়ে আছে চারপাশ
আমরাও যাই সব ভুলে
কেবল ভোলে না সে—যার জল ঝরে
কষ্টের ক্ষণ রয় হৃদয়ে তার গেঁথে।