অনুশীলন

কৌতূহল

তুলে রাখছি বুক পকেটে
অনেক কথার মেঘ,
তুলে রাখছি  মন লকেটে
অজানা উদ্বেগ।

নীল তারারা  থাকে কোথায়
পরীর ডানা নীল,
থাকে কোথায় লাল পদ্ম
সাদা শঙ্খচিল।

থাকে কোথায় নীল কেউটে
পাহাড়ে নিভৃতে,
গুহা কোথায় কোন ঈশানে
অথবা নৈঋতে।

কোন আকাশে ওড়ে ঈগল
সমুদ্রে দেয় ডিম,
মেঘ ডাকলে কোন কারণে
পাখির হৃদয় হিম।

কোন সুদূরে রঙধনুটা
বাঁকিয়ে রাখে মুখ,
কোন কারণে মনে এসব
প্রশ্নরা উন্মুখ।

শিশু যেমন এক পলকে
দেখতে থাকে সব,
আমি তেমন চোখ মেলেছি
শুনছি কলরব।

 

Exit mobile version