
খুকুর হাতের উল্টো পিঠে মা এঁকেছে উলকি
খুকু ভাবে— ভুবন জুড়ে এই উলকির তুল কী?
উলকি হাতে আঙিনাতে
নাচতে থাকে দিনে রাতে
নাচ যেন নয় চলছে ঘোড়া দুলকি চালে দুলকি,
তোমরা দেখো, মা এঁকেছে কী সুন্দর উলকি!
খুকুর ডাকে সরাসরি
দেখতে এলো দূরের পরি
পরির গায়ে জরির জামা, সোনা লিতার চুলকী!
খুকুর মনে হলো আবার দেখছি কোনো ফুলকি?
পরির সাথে জমল খেলা
গড়িয়ে গেল অনেক বেলা
হঠাৎ এ কী! উধাও পরি, উধাও হাতের উলকি!
খুকু কাঁদে চোখ ভাসিয়ে— ভুল কী আমার, ভুলকী?
মা হাসিতে দিলেন ধমক
বলেন, শোনো আসল চমক
উলকি তো নয়, ওটা ছিল স্বপ্নের এক ফুলকি,
খুকু বলে, দাও তবে মা এঁকে আসল উলকি।