
আয় ঘুম— আয় ঘুম
যত তারে ডাকি
তত তার ভাঙে ওম
সে যে দেয় ফাঁকি।
আদর করে ডাকি যত
মিটমিটিয়ে হাসে
সে দস্যি ছেলের মতো
থাকে না তো পাশে।
এত তারে বাসি ভালো
রাখি পেতে বুক
তাই বুঝি সে মারলো
আমার বুকে চাবুক।
আমায় ছেড়ে চলে যেতে
নাই কি তার মায়া
থাকে কোন সুখে মেতে
পাই না তার ছোঁয়া।
অন্যের ঘরে করে বাস
সুবোধ-শান্ত হয়ে
আমায় করে সর্বনাশ
শুধু দূরে যেয়ে।
যত তারে শোনাই গীত
ওঠে সে নড়ে-চড়ে
যত তারে বোঝাই নীদ
আসে সে তেড়ে।
ঘুমের রাজ্য গেছে ছেড়ে
ঘুম পাড়ানী পরী
তাইতো এখন ঘুমের দ্বারে
মাথা কুটে মরি।