
“সুস্থ্য দেহে, সুন্দর মন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁয় ছোটদের কারাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শরীর চর্চারপাশাপাশি নিজেদের আত্মরক্ষারপদ্ধতির প্রতি ছোট ছেলে—মেয়েদের আগ্রহী করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই কারাতে প্রতিযোগিতার আয়োজন করে আসছে জেলা ক্রীড়া অফিস। ১৯ নভেম্বর শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২—২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক/বালিকাদের ৯টি ওজন শ্রেণিতে এই কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিতহয়।
প্রতিযোগিতায় নওগাঁর বাংলাদেশ ইয়াংকিং কারাতে সেন্টার সর্বোচ্চ সংখ্যক ৯টি পদক অর্জন করে বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা লাইব্রেরীয়ান এসএম আশিফ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ন কবির, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। খেলা ধূলার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করা ও অত্যন্ত প্রয়োজন। কারণ শরীর ফিট তো সবই ফিট। যদি শরীর ফিট না থাকে তাহলে কোন কাজেই কিন্তু মনোযোগ আসে না। আর তাই নিয়মিত শরীর চর্চার একটি উপযোগি পদ্ধতি হচ্ছে কারাতে প্রশিক্ষণ।
শরীর চর্চার পাশা পাশি যে কোন বিপদ থেকে নিজেকে সহজেই রক্ষা করার অন্যতম একটি কৌশল হচ্ছে কারাতে। তাই ছোট বেলা থেকেই যদি কোন শিশু এই প্রশিক্ষনটি রপ্ত করতে পারে তাহলে তার ভবিষ্যত টি অনেক উজ্জ্বল হবে। আর এই কারাতের মাধ্যমেও যে কেউ বিশ্বের কাছে আমাদের দেশটিকে তুলে ধরতেও পারবে। তাই এই কারাতে কে আরো জনপ্রিয় করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত।