
পৃথ্বীর-নারীর সাথে
কবিতা সংগম রাত্রি শেষে
দুলেছি পেণ্ডুলামের মতো—
স্তন যুগলের বৃত্ত কিছুই দেয়নি তো
জেনেও ব্যপ্ত ছিলাম উরু সন্ধি জুড়ে
ক্ষণিকের মোহ কেটে যায়—ভারি নিঃশ্বাসের সাথে
তখন গভীর রাত্রি আমার যৌবনে,
হা-হুতাশ স্বপ্ন-শেষে রাত্রি ডাকে—ভোর
বিদ্ধ যৌবন আমার চায় রাত্রিই থাক;
এভাবে কতো যাচিত রাত্রি শেষে হয় উপলব্ধি :
যৌবনের অনেকটা জুড়ে তো ছিল ফাঁড়া-অন্ধকার।