
সময়ের হাত ধরে চলি
চলি তো অতল ছায়াপতে
বাঁচার স্লোগানে,
অথচ-বিকীর্ণ ক্ষণ কারুকার্যে উন্মোচিত হয়ে
বাঁচার স্লোগানকে করে গ্রাস—
হয় যে ধূসর ক্ষণ।
তখন দেহ ঘড়িও দৃঢ়-শীর্ণ জরায়ু ছিঁড়ে যে
সময়ের পায়ে-পায়ে-পা মিলিয়ে-এই পৃথিবীর
পথে-পথে ধূমায়িত হয় ।
সে ধূমায়িত জীবনে—
সময় তো ক্ষণে-ক্ষণে বদলায় রঙ-অভ্যুদয়ে
সে অভ্যুদয় কি সময়ের,
নাকি জীবনের?
মানুষ, সময়-রঙে ফুসে উঠে নির্বোধ জীবনে;
সময় হেসে উথলায়
আমার কি আছে কোন রঙ?
সময়ের রঙ :
ধূসর-বিবর্ণ।
উপলব্ধি: সময়কে নিয়ন্ত্রণ করা যায় না-তা ঠিক, তবে নিজের নিয়ন্ত্রণাধীন রাখা যায়-উপযুক্ত ব্যবহার এবং নিজস্ব রঙে রাঙানোর মাধ্যমে। মনে রাখতে হবে, সময় একটা অসাড় মাধ্যম এবং সময়ের রঙ ধূসর-বিবর্ণ।