অনুশীলন

নিষ্ঠুরতায়-পৃথিবীর মৃত্যু

নির্বোধ নিষ্ঠুরতা এসেছে পৃথিবীতে নেমে ঐ
মঙ্গলের শোভাযাত্রা তাই রহিতো হলো যে এই ।

দিকে দিকে নীরবতার পাহাড় উঠছে যতো :
মর্মে মর্মে ধবল ধোকার রুপোলি নিকেল ততো
সবল মিথ্যার বান আঁকে অপরূপ ছবি ততো
ধুলোয় মোড়ানো পথে পথে সত্য লুকানো শতো
কতো পথ হাওয়াই ভাসলো এমনি করে, আরো যে
কতো পথ ভাসবে হাওয়াই-উড়ে উড়ে হায় ঐ !
নির্বোধ নিষ্ঠুরতার কানে ঢোকে কি সে রক্তবাণী?

জরা আকাশ বলি তারে—যে আকাশে নির্মলতা নেই
মরা নদী বলি তারে—যে নদীতে পানি- স্রোত নেই
মরা মাঠ বলি তারে—যে মাঠে ফসলের ঢেউ নেই
মরা বায়ু বলি তারে—যে বায়ুতে অক্সিজেন নেই
তাই, মরা ভূমি বলবো তারে— যে পৃথিবীতে কোমলতা নেই
মরা জনপদ বলবো তারে— যে জনপদে মানবতা নেই।

নিষ্ঠুরতা ঐ এসেছিল—পৃথিবীর সহমরণে কি?
দিকে দিকে বাঁচবার জড়তা- কানে কানে বলে তা যায় না কি!

উপলব্ধি : সুন্দর-স্বাভাবিক জনপদের জন্য মানবতা-কোমলতা অপরিহার্য। নিষ্ঠুরতা এ দুটোরই রুষ্টতার জন্য দায়ী। তাই, পৃথিবীকে বাঁচাতে বা সুন্দর পৃথিবীর জন্য নিষ্ঠুরতা ত্যাগ করা অপরিহার্য ।

Exit mobile version