
ভুঁড়িওয়ালা পেটুক নানা
দিনে ভালো রাতে কানা
মানে না সে কারও মানা
শুধুই করে তাল-বাহানা।
পেটুক নানা খাচ্ছে খানা
বেগুনভাজি আলুর শানা
পায় যদি সে দুধের ছানা
নেচে ওঠে তা ধিন তানা
দাওয়ায় বসে পেটুক নানা
ছড়িয়ে দিয়ে পা দু খানা
মনের সুখে গাইছে গানা
তা রে না রে তা না না না।