
উর্দু শুধু আল্লার ভাষা নয় রে
এই কথা আজ বঙ্গলিপি কয় রে।
ভয় রে দিয়ে দূরে ঠেলে
উড়ছে লিপি পাখা মেলে
বঙ্গলিপি’র জয় রে।
বিশ্বজুড়ে আজ একই কথা
মায়ের ভাষায় দিয়ে ব্যথা
কেউ হয় না লাভবান
কৃষ্ণচূড়া রক্তজবার জেগে ওঠে প্রাণ
বীরের বায়ু বয় রে।
ত্যাগের ফসল সজীব থেকে
সোনালী হয় নিত্য পেকে
মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ী
একুশ হলো একাত্তরের জয় রে।
করলে আঘাত ব্যাঘাত ঘটে
কালিমা লেপন হয় স্মৃতির পটে
পতন ঘটে স্বৈরাচারের
তুচ্ছ কিছু নয় রে।
তুচ্ছ ভাবে শাসক যখন
বিশ্ব বিবেক জাগে তখন
মিথ্যে মেকির ভণ্ড—নিশান
লণ্ডভণ্ড হয় রে।
বঙ্গলিপির দীক্ষাটি তাই
স্বৈরাচারের ভয় রে।