অনুশীলন

ভাল্লাগে না

এত্ত পড়া ভাল্লাগে না
এত্ত লেখার চাপ
ছোট্ট নরম হাতের কাছে
লেখা অভিশাপ!
বোঝে কোনো বাপ?

শুধু বলো যা পড়ে মা
খেলার আগে পড়া
পড়তে বসে গেলেই জানো
যায় না মাথায় ধরা।
আমার মাথা গোবর ভরা
শব্দ লাগে কড়া!

মা প্রতিদিন বকুনি দেয়
কখনো খুব মারে
পড়া মোটেও ভাল্লাগে না
চাপালো কে ঘাড়ে?
উহ, ঘাড়খানা খুব ব্যথা করে
পড়ার সময় বাড়ে!

চাপাচাপির পড়াশোনা
ভাল্লাগে না, না, না
‘পোড়ো না আর’ কেউ বলে না
নাহ, বলে না, না, না।
বললে এমন কীইবা হতো
দাও না করে মানা,
কী যে মজা হতো আমি
পাখি হয়ে উড়ে
ফড়িং হয়ে ডানা মেলে
যেতাম অনেক দূরে।

আমি এখন বন্দিপাখি
আমি থাকি একা
পড়াশোনা ভাল্লাগে না
ভাল্লাগে না লেখা!

Exit mobile version