অনুশীলন

মস্ত মানুষ

মেঘের সাথে ভেসে ভেসে
যাবো আমি দূর পাহাড়ে
ধরবো আকাশ হাত বাড়িয়ে
চাঁদ-তারাকে বন্ধু করে
ফিরবো আমি নিজের ঘরে
পাড়ার লোকে বলবে তখন
তুমি দেখি মস্ত মানুষ।

Exit mobile version