
মানবিক মানবদেহের পদাবলীর চর্চা নিয়ে নিজের করা ভালো কাজের এ অনুগল্প লেখেছে ‘সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রাজশাহী’র’ প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাআদ আহমাদ।
মানব দেহের মানবিক পদাবলী
(হাত দিয়ে ভাল কাজ করি)
আমি সাআদ আহমাদ, রাজশাহী সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণীতে পড়ি। একদিন ক্লাসে আমার সামনে বেঞ্চে বসা আব্দুল্লাহ’র কলম মেঝেতে পড়ে যায়। সে পেছনে ফিরে উঠানোর খুব চেষ্টা করে; কিন্তু পারে না। এটা দেখে আমি উঠিয়ে দেই, যাতে তার কষ্ট না হয়। এতে সে খুব খুশি হয়।
এভাবেই হাত দিয়ে একটি ভাল কাজ করি।
অন্য একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রজাপতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। তার উপর দিয়ে রিক্সা বা গাড়ী গেলে প্রজাপতিটি মরে যাবে। এজন্য আমি হাত দিয়ে ধরে প্রজাপতিটাকে সরিয়ে রাস্তার পাশে জঙ্গলে ছেড়ে দেই। কিছুক্ষণ পরে সে সুস্থ হয়ে উড়ে যায়।
সাআদ আহমাদ
প্রথম শ্রেণী
সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।