অনুশীলন

মৃতঞ্জয়ী

মৃতঞ্জয়ী
এম রহমান সাগর

মুক্তির মঞ্চে দাঁড়িয়ে
ক্ষত চিহ্ন একে দিয়েছিল বুকে
বধ্যভুমিতে বাংলার ভবিষ্যৎকে দিয়েছিল মিশে।
অনন্ত মৃত্যুগুলো অন্ধকার ফুড়ে তবু
জাগ্রত চেতনায় জেঁগে ছিল, ছিল রক্তের সিম্ফনি-
রক্তে ভেজা মাটি দ্রোহের সমুদ্র হয়ে
উত্তাল তরঙ্গে-তরঙ্গে বয়ে চলছে
আজো এই বাংলার বুকে।

আমাদের শিশু হামাগুড়ি শেষে
তিড়িং-বিড়িং পায়ে যখন হাটে
আমি মুগ্ধ হয়ে দেখেছি তখন-
তোমরা জাগ্রত সদা তাদের মাঝে।
তোমরা মৃতঞ্জয়ী,
তোমরা অবিরত বিজয় এই বাংলার।

Exit mobile version