
শোনো এক যুদ্ধজয়ের গল্প শোনো—
রূপকাহিনির রাজার কুমার
চললো হয়ে ঘোড়ায় সওয়ার,
নয়কো এমন গল্প কোনো।
একাত্তরের পঁচিশে মার্চ রাতে
পাকিস্তানি হায়েনাদের আচমকা হামলাতে
স্তব্ধ হলো ঢাকা শহর
নামলো আরো সৈন্যবহর,
ছাত্রাবাসে ছাত্র এবং গৃহকোণে মা
আবালবৃদ্ধবনিতারও কান্না শোনে না।
মারলো মানুষ নির্বিচারে
ঘর পোড়ালো নির্বিকারে
এতই পশু দুধের শিশুও রক্ষা পেলো না।
উঠলো সবাই গর্জে
সেটা একাত্তর যে,
জেগেই ছিল বীর বাঙালি বীর্যে এবং শৌর্যে
শেখ মুজিবের আহ্বানে এলো নতুন ভোর যে!
ন মাস ধরে যুদ্ধ হলো জলে স্থলে শূন্যে
মুক্ত হলো মাতৃভূমি লক্ষ মায়ের পূণ্যে।