
শিশুর হাতে খেলনা দিয়ো
লাটিম—ঘুড়ি—পুতুল,
বই দিয়ো হাতে-
সুপ্রভাতে
নয়তো হবে ভুল,
হইচই আনন্দে জগৎ
করুক হুলুস্তুল,
শিশু নাচুক
ছন্দে বাঁচুক
খুঁজুক সত্য—মূল,
শিশুর মুখে ভাষা দিয়ো
চোখে স্বপ্ন আশা দিয়ো
বুক জুড়ে প্রতীজ্ঞা
ধৈর্য্য আর প্রতীক্ষা
বড়ো হবার দীক্ষা
মানুষ হবার শিক্ষা।
দিয়ো না ভাই তারে কভু
মিথ্যের আশ্বাস
দূর অভিলাষ
চাতুর্যের আভাস-
শিশুর সাথে
দিবা—রাতে
সরল অংকে মেশো
শিশুকে ভাই শিশুর মতোই
একটু ভালোবেসো।