অনুশীলন

স্মৃতি

তোমায় নিয়ে হয়নি লেখা, লিখতে যা চায় মন
তুমি আমার অষ্টপ্রহর, নিঝুম রাতের স্বপন।

কত কিছুই আবোল তাবোল লিখছি সারাক্ষণ
তোমায় নিয়ে লেখার মাগো হয়নি সময়—ক্ষণ।

তোমায় নিয়ে লেখা যে মা অতি সহজ নয়তো!
তাই বুঝি মা তোমায় নিয়ে হয়নি লেখা হয়তো।

কতটা দিন পার হয়ে যায় নতুন বছর আসে
মা বুঝি মোর নিঝুম রাতে তারা হয়ে হাসে।

কত না মাস বছর গেল পাই না তোমার দেখা
তোমার ছেলের দিন কাটে মা ভীষণ একা একা।

রোজার দিনে ইফতারিতে পাই না তোমায় কাছে
ঈদের দিনও বিষণ্ণ সুর জাগে বুকের মাঝে।

ঈদের নামাজ পড়ে এসে সালাম করে মাকে
কী আনন্দ পেতাম মনে, বলব এখন কাকে?

তুমি যে নাই শূন্য থাকে তোমার চেয়ারখানি
তারপরেও তোমায় খোঁজে মনটা কেন জানি।

মা যে আমার গল্প বলা, মা ছিল যে সব
কেমন করে হারিয়ে গেল দুরন্ত শৈশব।

তুমিও নাই বাবাও নাই দিন কেটে যায় দুঃখে
দোয়া করি পরপারে তোমরা থাকো সুখে।

মায়ের স্মৃতি বাবার স্মৃতি যায় কি ভোলা কভু?
তুমি তাঁদের বেহেশত নসিব করে দিও প্রভু!!

Exit mobile version