অনুশীলন

স্রষ্টার কীর্তি

এই সুন্দর ধরণীতে আছে ফুল ও ফল
আছে আরও নদীভরা টলমলে জল,
শিমুল, ডালিম, পলাশ…. কত ফুলগাছ
মিলেমিশে একসাথে করে ওরা বাস।

তেমনি মানুষ জাতি
থাকে মিশে দিনরাতি,
নেই কোন অশান্তি,
আরও আছে সুন্দর একটি আকাশ
পৃথিবীতে বয়ে চলে নির্মল বাতাস।

আমরা ভেবে ভেবে না হই হতাশ
খোদা আছে তোমার প্রতি মহাবিশ্বাস ।
এমন সময় শুষ্ক-তপ্ত আমার হৃদয়
যেমনটি হয়ে থাকে মরু সাহারায়
তুমি বল দেবে এক পশলা বৃষ্টি।
তুষ্টি দিয়ে মানুষের হৃদয় হোক শীতল ।

Exit mobile version