
পায়ে হাঁটা পথ দাঁড়িয়ে আছে ঐ
দীর্ণ প্রাণে; নিদ্রা কেটে মানবজাতি পথের ওপর
দীপ্ত পায়ে রেখে যায় যদি পদচিহ্ন।
ঘুমিয়ে-সুখে খোঁজে যারা পথের দিশা
অন্ধজনের দিবারাতে শ্রান্ত হাঁটার মতো
তাদের কাছে-_দূরের পাহাড়, দূরের আকাশ
নীল সমুদ্র-মরুভূমির মরীচিকা ।
নদী ও চিল জরা ঘুমে বয়ে চলে
পথ কি তাদের কাঁধে?
মানুষ ও যান পথে চলে
পথ কি তাদের পায়ে ?
পথে নেমে ফিরে ফিরে তাকাও যদি
পথের ডাকে থেমে থেমে হাঁটার শেষে
ভাবো তুমি হয়ে গেলে পথিক?
পায়ে হাঁটা পথ হয় দূরের তখন
শত হেঁটেও হও না পথিক-কাঁদে তোমার পথ!