
জীবন আমার পায়নি জীবনের স্বাদ।
আকাশের চাঁদ
নিভে যাওয়ার আগে—
ছড়িয়েছে যতো আলো—এই পৃথিবীতে;
সেই আলোর সফেন—পৃথিবীর বুকে
এঁকে দেয় মায়া মুখ, শাদা সুখ নেয় টেনে বুকের ভিতর।
চাঁদের মতো জ্বলেনি
নিভে যাওয়ার আগে—আমার জীবন,
দ্রোহ হয়ে পুড়ে গেছে—ছিল যতো আলোক নিজের।
“চাঁদ নিভে যাওয়ার পর—
নেমে আসে ঘন অন্ধকার,
ফিকে হয় রাত
রাতের বুকে মুখ গোঁজে গভীর অসুখ।”
আমার আলো সকল
দগ্ধ হওয়ার পর—
অন্ধকার হয়ে যায় পৃথিবী আমার।—
“চাঁদহীন পৃথিবীর অন্ধকারের মতো।”
জীবনের দিগন্তে—যেখানে—
আলোর পৃথিবী কিংবা অন্ধকার বিশ্ব
হাতছানি দিয়ে ডাকে—
আমি নেচে নেচে যাই—
কোন পথে হায়!- আলোয় না অন্ধকারে ?
জীবনের স্বাদ ছড়িয়ে আছে যেথায়
সেদিকে শুনতে পাইনি তো আমার পায়ের আওয়াজ।