
জানো কি তুমি হীরের কণা?
চাঁদ হাসে পরে আলোর পোশাক,
যে-পোশাক ঝালরে পুলক ঝরে—
আলোর পুণ্যে মন ধুয়ে খুঁজো,
পলির পাথারে ধানের কুশল।
শিশির কুড়োতে রাত জেগে থাকো,
কষ্ট এলে বসতে দিও,
সুখের খুশি বুঝতে হলে
কষ্টগুলোর সঙ্গ দিও।
দুঃখটাকে টুকরো করে অন্ধকারে লুকিয়ে রেখো—
সুযোগ বুঝে কষ্টগুলো গহীন গাঙে পুড়িয়ে দিও,
ভস্ম থেকে আল গোছে এক পাখি হবে, ফিনিক্স পাখি—
জগৎ জুড়ে উড়াল তোমার বন্ধু তখন,
গোলাপ গন্ধে শিশুর গালে
অপরূপ এক শান্তি হবে।
চোখটি মেলে রাত্রি দেখো—
আলোর দুয়ার খুলে ঘরে
চাঁদ-খালামা হেসে মরে !!