
যে দিনে মেঘ ঝরে বিরামহীন—তারে তো বলি বৃষ্টির দিন
কতো মেঘ আকাশে জমে, বৃষ্টি তবু নামে না
খরায় চির হলে এ ধরণী-আমরা বলি খরার দিন
তবে কি দিন নয় নিজের ?
দিনের হাসি-কান্না, দিনের মৌনতা—
সব কি অন্যের বারতা?
তপ্ত দিনভর যদি উড়ে আকাশে
সবুজ প্রান্তরে নুয়ে পড়ে বায়ুর বেগ
শীতল ঠান্ডার দহনে উবে যায় বনভূমি;
হয় নামাঙ্কিত দিনের কত:
আহত-নিষ্ফল, মধুর-ঝলমলে
এমনি শত তৃষা-সৌরভে
নানা গল্প ভরে প্রতিটি দিন হয়—গর্ভবতী
প্রসব বেদনার রাত্রি শেষে আসে
নতুন শিশু (ভোর)
এভাবে ভেসে — ভেসে
দিন তো বয়ে চলে নদীর মতো, দিনে-দিনে হয় যে মহাকাল
সে মহাকাল আমাদের মানুষেরতো, দিনের যে নয়।
দিন কি নিজে দিন নয়?
যেমনটা মানুষ শূন্যতায় ভাসে হয়ে মানুষ !