
মানুষ হয়ে উঠবো বলে,
এই ত্রিশূল ভূবনে আমি ডুব সাঁতারে
স্বপনতরী হাওয়ায় ভেসে-ধবল বুকে
সরল চোখে-অবুঝ মনে-রণসজ্জা নিয়ে
উল্কা বেগে নির্বিচারে হেঁটেছি শত ।
মানুষ হয়ে উঠবো বলে,
জীবন পথে-ভাবনা শত পিছনে ফেলে
মৃত্তিকা মাঝে স্ব-শিকড়ের করেছি খোঁজ
বিদ্যা তরী ভেসে-
সাঁতার শেষে দাঁড়িয়ে একা জীবন তীরে :
জ্ঞানের ডালি বিছিয়ে রথে স্বপ্ন বুনি আমার দু’চোখে
এ পৃথিবীকে মানব রঙে সাজাবো বলে ।
মানুষ হয়ে উঠবো বলে,
ভূমিরেখায় দীপ্ত মনে পথ চলার করি শুরু—
কিন্তু একি? এতো দিনের সকল চেনা দৃশ্যগুলো
অচেনা লাগে; চিরচেনার তালগোলেতে দুলিয়ে উঠি বারেবার
ভেঙে যায় দৃঢ়তা, শুরু হয় মহড়া এ পৃথিবীর রঙ্গমঞ্চে…..
এখন আমি শক্তিমান অভিনেতা যে হতে চাই
তাই মহড়া আমার প্রতিদিন চলছে
যে করেই হোক—
বাস্তবতার মঞ্চে হতে চাই একটা স্ব-কাহিনীর মুখপাত্র
দর্প পায়ে হাঁটতে চাই পৃথিবী পথে
অনীহা নেই কোন কিছুতে—যতোই হোক অনিষ্ট এ ভূবনের
মানুষ হয়ে উঠার বিষয়—আজতো তাই প্রতীকী কিছু
সব কিছুর পিছনে যার ঠাঁই
আমার ভাই মানুষ বুঝি হওয়া হলো না আর
এ পৃথিবীর এক চরিত্র হয়েই রইলাম কেবল।