কবিতা
Trending

গ্রাম-মা’ভূমি ও আমরা সন্তান -এম রহমান সাগর

সেই কবে ভাববেশে ভুলে আছি গ্রাম
কতোদিন যাইনা আর বলি বুক ফুলে
কেতাদুরস্থ হয়ে চলি, বুঝায়-বাহা!
কার থেকে ছোট আমি?- ভামি মনে মনে।
দিনে দিনে হেঁটে হেঁটে হয়েছি এ আমি
ভাবিনি কখনো হাঁটা সে পথ কেমন
আছে আজ, স্মৃতি ভেলা ভেসে-ভেসে যদি
ফিরে তাকাই, আমার জন্ম দেখি ঐ……

শৈশব ছিলো আমার কতো আনন্দের
কৈশোর ছিলো আমার দুরন্তপনার বেত
সবুজের আর্তি হাতে দৌড়িয়েছি মাঠ
মেঠো পথ-প্রান্ত হেঁটে নামিয়েছি সন্ধ্যা
নদীর বুকে সাঁতরিয়ে ফুটিয়েছি পদ্ম
আকাশে উড়িয়ে চিল নামিয়েছি রত্ন
শিশিরের সকাল ও গোধূলী বিকাল
ভেঙে অবিরত কত পুড়িয়েছি রাত
জোনাকি আলোয় কত কুড়িয়েছি স্বপ্ন
ঘুঘু-পেচাঁর ডাকেতে পুড়িয়েছি ভয়
বিশুদ্ধ বায়ুতে শ্বাস-আমি আজ।

সেই আমি বড় আজ ভাবি সূর্য রাগে-
একটা কিছু হয়েছি তো ভাবি ধন্য নিজে
ভাবি নাকো কখনো যে, উজান যদি ডোবে
উল্টা হয়ে ভাসতে হবে অথই সাগরে।

যেখানে শিকড় মোর যাচ্ছি কেন ভুলে
শিকড়-ই যদি উপরে যায়, বট-বৃক্ষ
কেহ পারে না মিলাতে কিছু নিজ তরে;
তবু কেনো সীলমহরে চোখ রাখি বুজে।

উপলব্ধি: শিকড়কে আঁকড়ে ধরে না বাঁচলে-নিজেদের টিকে রাখা যায় না। তাই, চোখ বুজে না থেকে অবদানের ঋণ শোধ করার মাধ্যমে নিজের শিকড়কে আরো মজবুত করা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button