
মানুষের বৃত্তি ভেঙ্গেছে সেদিন যেদিন মেলেছে এ সভ্যতার চোখ:
বৃত্তি থেকে কলি, কলি থেকে ফুল যে ফুটতে চেয়েছিল মানুষ
যার ফল—জন্ম পরম্পরা কত বংশ আর জাত বিজাতের সৃষ্টি
অথচ সে পথেই—
আমরা মানুষেরা জন্ম-জন্মান্তর আবদ্ধ-বৃত্তে জড়াচ্ছি কেবল
নানান জাত-শ্রেণী, বৈষম্যে মানুষ হয়েও নামানুষ ।