
মৃতঞ্জয়ী
এম রহমান সাগর
মুক্তির মঞ্চে দাঁড়িয়ে
ক্ষত চিহ্ন একে দিয়েছিল বুকে
বধ্যভুমিতে বাংলার ভবিষ্যৎকে দিয়েছিল মিশে।
অনন্ত মৃত্যুগুলো অন্ধকার ফুড়ে তবু
জাগ্রত চেতনায় জেঁগে ছিল, ছিল রক্তের সিম্ফনি-
রক্তে ভেজা মাটি দ্রোহের সমুদ্র হয়ে
উত্তাল তরঙ্গে-তরঙ্গে বয়ে চলছে
আজো এই বাংলার বুকে।
আমাদের শিশু হামাগুড়ি শেষে
তিড়িং-বিড়িং পায়ে যখন হাটে
আমি মুগ্ধ হয়ে দেখেছি তখন-
তোমরা জাগ্রত সদা তাদের মাঝে।
তোমরা মৃতঞ্জয়ী,
তোমরা অবিরত বিজয় এই বাংলার।