
মিছা কথা নাহি কবো
পরো ধন নাহি নিবো
চিরদিন সুখে রবো।
-কবির কথা গুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটালেন কিছু ক্ষুদে শিক্ষার্থী। এমন সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের মনিরামপুর উপজেলার অন্তর্গত রোহিতা ইউনিয়নের স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনা গত ১৬ অক্টোবর ২০২২ সালের। ঐ দিন অর্থ্যাৎ ১৬ অক্টোবর, রোজ— রবিবার সকাল ৮ টার দিকে স্কুলে আসে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে ১৯ লাখ ৬০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায়, বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায় তারা। শিক্ষকরা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা ও মনিরামপুর থানা পুলিশ ৯ টার দিকে ঘটনা স্থলে গিয়ে ঐ টাকার ব্যাগটি উদ্ধার করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, টাকা পাওয়ার স্থানটি মনিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খেঁাজ খবর নিয়ে জানতে পেরেছি একটি টোব্যাকে কোম্পানীর বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। এ জন্য ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকা গুলো সংগ্রহ করেছে। এ সময় ১৯ লাখ ৬০ হাজার টাকা পাওয়াযায়। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন দক্ত টাকার বিষয়টি নিশ্চিত করেছে।
বড়রা অনেকেই ভুলে যায় যে, ‘ধনী হওয়া ধনের উপর নির্ভর করেনা, নির্ভর করে মনের তৃপ্তির উপর। ’তাই, শিশুবয়স থেকেই এমন ঘটনা ও উপলদ্ধি নিয়ে বড় হওয়া উচিত। তবেই একজন শিশু সত্যিকার মানুষ হবে।